মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মে মাসে দেশে তিনটি ক্রিকেট সিরিজ

প্রকাশিত : ০৪:৪৯ পূর্বাহ্ণ, ১৬ মার্চ ২০২৫ রবিবার ২২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিসিবি হাইপারফরম্যান্স দলের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে মে মাসে। ৭ মে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ঢাকায় পৌঁছানোর কথা। সূচি অনুযায়ী ১২, ১৪ ও ১৬ মে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো।

২০ থেকে ২৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম চার দিনের ম্যাচটি। দ্বিতীয় চার দিনের ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৭ থেকে ৩০ মে।

একই মাসে বাংলাদেশ ‘এ’ দলের হোম সিরিজ অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে। তিনটি করে ওয়ানডে, টি২০ এবং চার দিনের ম্যাচের সিরিজ খেলবে উভয় দল। গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজটি। রাজনৈতিক অস্থিরতার কারণে সিরিজটি স্থগিত করা হয়েছিল।

এদিকে ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রিকেট সিরিজও চলবে দেশে। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল খেলবে বিসিবি ইমার্জিং নারী দলের সঙ্গে। মেয়েদের ক্রিকেট হবে তিনটি করে ওয়ানডে ও টি২০ সিরিজ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT