মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ৩ বন্ধু নিহত
প্রকাশিত : ০৮:৩০ পূর্বাহ্ণ, ২০ জুন ২০২৫ শুক্রবার ১৮ বার পঠিত
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৯ টার দিকে সোনাপাহাড় এলাকায় এ দূর্ঘটনার ঘটে। নিহতরা হলেন, মো. আরাফাত (১৮), জামাল উদ্দিন (১৫), আনিস (১৮)। তারা সবাই উপজেলার সোনাপাহাড় এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, ট্রেনের লাইনে বসে মোবাইলে গিম খেলছিলো নিহত ৩ যুবক। এসময় কাটা পড়ে মুহূর্তে ৩ জনের ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডা. এরশাদ উল্ল্যাহ জানান, নিহত ৩ যুবকের মরদেহ হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। মরদেহ আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম জানান, নিহতের লাশ পরিবার বাড়িতে নিয়ে গেছে। পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।