মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি
প্রকাশিত : ০৭:০৬ পূর্বাহ্ণ, ৫ জানুয়ারি ২০২৫ রবিবার ১৫ বার পঠিত
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তালিকাভুক্ত জাপানের তোমিকো ইতুকা মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ১১৬ বছর। দেশটির সরকারি টেলিভিশন এনএইচকে শনিবার জানায়, গত ২৯ ডিসেম্বর দক্ষিণাঞ্চলীয় হিয়োগো প্রদেশের আশিয়ায় একটি অবসর নিবাসে তিনি মারা যান।
প্রথম বিশ্বযুদ্ধের আগে ১৯০৮ সালের ২৩ মে জাপানের ওসাকায় জন্মগ্রহণ করেন এই নারী। তিন ভাইবোনের মধ্যে সবচেয়ে বড় ছিলেন। তাঁর চারটি সন্তান ও পাঁচ নাতি-নাতনি ছিল। আশিয়ার মেয়র রিওসুকে তাকাশিমা তাঁর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
২০২৪ সালের আগস্টে স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরার ১১৭ বছর বয়সে মারা যাওয়ার পর গিনেস রেকর্ডসে ইতুকাকে সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করা হয়। সম্প্রতি জাপানের ১১২ বছর বয়সী মাসাজো নোনাকাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের স্বীকৃতি দেয় গিনেস।
দীর্ঘ আয়ুর প্রাপ্তিতে খ্যাতি আছে জাপানের জনগণের। বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের তালিকায়ও আছেন দেশটির বেশ কয়েকজন। গত সেপ্টেম্বর মাসের হিসাব অনুযায়ী, জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী ৯৫ হাজারের বেশি মানুষ আছেন, যার ৮৮ শতাংশই নারী। এক দশক আগে দেশটিতে ১০০ বছর বয়সী মানুষ ছিলেন প্রায় ৬৮ হাজার। যদিও ১৯৬৩ সালে এ সংখ্যা ছিল মাত্র ১৫৩ জন। সূত্র: ডয়চে ভেলে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।