মাউন্ট এভারেস্টে পর্বতারোহীদের জ্যামের ভিডিও
প্রকাশিত : ০৭:৫৬ পূর্বাহ্ণ, ২৮ মে ২০২৪ মঙ্গলবার ১০০ বার পঠিত
মাউন্ট এভারেস্টে পর্বতারোহীদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, পর্বতারোহীদের দীর্ঘ সারি। এনডিটিভি।
আটকে পড়া পর্বতারোহীরা ভালো আবহাওয়ায় নিচের দিকে নামা শুরু করেন। এতে ওই দীর্ঘ সারি তৈরি হয়।
গত মঙ্গলবার একটি ঘটনায় ব্রিটিশ পর্বতারোহী ড্যানিয়েল পিটারসন ও তার নেপালি শেরপা (গাইড) পেস্তেনজি পড়ন্ত বরফের আঘাতে আহত হন। চড়া থেকে নিচের দিকে নামার সময় তারা বরফের আঘাত পান। এরপর খারাপ আবহাওয়ার কারণে পর্বতারোহীরা আটকা পড়েন। কিন্তু আবার ভালো আবহাওয়া শুরু হলে পর্বতারোহীদের নামা শুরু হয়।
গত সোমবার ইন্সটাগ্রামে প্রকাশিত একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে একটি সারিতে কয়েক ডজন পর্বতারোহী অপেক্ষা করছে বলে দেখা গেছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।