‘ফিলিস্তিন রাষ্ট্র’ প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে যা বললেন ল্যাভরভ
প্রকাশিত : ০৭:৪৪ পূর্বাহ্ণ, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার ১৪ বার পঠিত
ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘প্রতিদিন ইসরাইলি সেনাবাহিনী এমন কিছু পদক্ষেপ নিচ্ছে, যা হামাস ও লেবাননের সঙ্গে করা চুক্তির বাইরে এবং যা সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি করছে। আর এসব নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন’।
বুধবার দোহায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর।
প্রতিবেদন অনুযায়ী, বহুল আলোচিত ট্রাম্প-পুতিন বৈঠকের আগে বৃহস্পতিবার এক বৈঠকে মিলিত হচ্ছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা। ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য এ বৈঠকের মূল উদ্দেশ্য দূতাবাস পরিচালনার বিষয়ে আলোচনা বলে জানিয়েছেন ল্যাভরভ।
এ সময় তিনি গাজা সংকট ও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা প্রসঙ্গেও কথা বলেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া ও কাতার এ বিষয়ে অগ্রগতি সমর্থন করে। তবে ফিলিস্তিনিদের পুনর্বাসনকে সমস্যার স্থায়ী সমাধান হিসেবে দেখা ঠিক হবে না। এটি একটি ‘টাইম বোমা’ তৈরি করবে’।
ল্যাভরভ জানান, রাশিয়া ও আরব লীগের মধ্যে প্রতিদিন আলোচনা চলছে এবং কায়রোতে আসন্ন আরব লীগ শীর্ষ সম্মেলনে গাজা অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে।
তিনি আরও বলেন, ‘আরব দেশগুলো ফিলিস্তিনিদের তাদের ভূমিতে বসবাসের অধিকার রক্ষায় সচেষ্ট। আমরা আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে জাতিসংঘে আমাদের প্রভাব কাজে লাগিয়ে এসব প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করব’।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।