শুক্রবার ১৭ জানুয়ারি ২০২৫, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ফার্মেসীর এলইডি সাইন বোর্ডে ভেসে উঠলো ‘শুভ জন্মদিন বাংলাদেশ ছাত্রলীগ’

প্রকাশিত : ১১:০৫ অপরাহ্ণ, ৫ জানুয়ারি ২০২৫ রবিবার ১৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী শহরের একটি ফার্মেসীর এলইডি সাইন বোর্ডে ‘শুভ জন্মদিন বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখা’ লেখা প্রকাশিত হয়েছে।

সামজিক যোগযোগ মাধ্যমে গত দুই দিন এমন একটি ভিডিও প্রকাশ করা হলেও কোথার এলইডি সাইনবোর্ডে লেখাটি প্রচারিত হয়েছে তা ছিল অজানা। এ নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের ফেইসবুকে পটুয়াখালী জেলা ছাত্ররীগকে ধন্যবাদ জানিয়ে পোষ্ট করা হয়েছে।

এছাড়া পটুয়াখালী জেলা ছাত্রলীগের নেতা কর্মীরাও ভিডিওটি ফেইবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেছেন।

অনুসন্ধানে জানাযায়, গত ৩ জানুয়ারী সন্ধ্যার পর পটুয়াখালী শহরের সদর রোডস্থ আজাদ ফার্মেসীর এলইডি সাইনবোর্ডে ‘ ‘শুভ জন্মদিন বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখা’ এই লেখাটি প্রচারিত হয়। তবে মালিক পক্ষের নজরে বিষয়টি আসলে সাইবোর্ড এর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় হয়। কিন্তু এরই মধ্যে সাইন বোর্ডে লেখা প্রকাশিত হওয়া অবস্থায় করা ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। তবে প্রকাশিত ভিডিওতে শুধু এলইডি সাইনবোর্ড দেখা যাওয়ায় ঠিক বোঝা যাচ্ছিল্লানা এটি কোথায় প্রকাশিত হয়েছে।

গত দুই দিনের অনুসন্ধানে প্রকাশিত সাইবোর্ড এর আশ পাশের ছবি বিশ্লেষন করে বেশ কিছু বিষয়ের সাথে মিল পাওয়া যায়। দেখা যায় আজাদ ফামের্সীর মূল সাইবোর্ড এর উপরে লম্বা লম্বি ভাবে একটি এলইডি সাইবোর্ড লাগানো হয়েছে, আর সেখানেই ছাত্রলীগের জন্মদিন উপলক্ষে লেখাটি প্রকাশিত হয়েছে।

সাইবোর্ড এর ভিডিও সামাজিক যোগমে মাধ্যমে শেয়ার করছেন ছাত্রলীগের অধিকাংশ নেতারা।
পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির হাসান আরিফ তার ফেইসবুকে ভিডিও প্রকাশ করে লিখেছেন ‘আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না।’

একই ভাবে বাংলাদেশ ছাত্ররীগের ফেইসবুক পেইজেও ভিডিওটি পোষ্ট করে লেখা হয়েছে শুভ জন্মদিন ইতিহাস আর ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ধন্যবাদ পটুয়াখালী জেলা ছাত্রলীগ।

তবে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের সাইবোর্ডে ছাত্রলীগের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা প্রচারিত হলেও কিভাবে এটি প্রকাশ হয়েছে সে বিষয়ে ষ্পষ্ট করে কিছুই বলথে পারছে না আজাদ ফার্মেসী কর্তৃপক্ষ। ফামের্সী মালিক ইসতিয়াক আহম্মেদ রাহাত বলেন, ‘এটি ওয়াইফাই দিয়ে পাসওয়ার্ড এর মাধ্যমে লেখা দেয়া হয়। ধারনা করছি পাসওয়ার্ড হ্যাক করে কোন একটি পক্ষ এই কাজটি করেছে। তবে আমরা যাদের কাছ থেকে সাইবোর্ড তৈরী করিয়েছি এ বিষয় তাদের সাথে কথা বলছি।’

এ বিষয় জানতে চাইলে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহম্মেদ জানান, সামজিক যোগযোগ মাধ্যমে এমন একটি বিষয় আমাদের নজরে এসেছে তবে এটি কোথায় প্রকাশিত হয়েছে তা জানতে পারিনি। আমরা এ নিয়ে কাজ করছি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT