সোমবার ২৩ জুন ২০২৫, ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সফর ও চীনের অগ্রাধিকার গুরুত্ব পাবে

প্রকাশিত : ০৮:৪৩ পূর্বাহ্ণ, ৩ জুন ২০২৪ সোমবার ৬৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর সামনে রেখে আজ বৈঠকে বসছে ঢাকা ও বেইজিং। আলোচনায় গুরুত্ব পাবে প্রধানমন্ত্রীর সফরের দিনক্ষণ এবং সফরকে কেন্দ্র করে কোন বিষয়গুলোকে বেইজিং অগ্রাধিকার দিচ্ছে।

পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) যোগ দিতে চীনে গেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৈঠক শেষে আগামীকাল মঙ্গলবার ঢাকায় ফিরবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, এফওসিতে মূলত প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির বিষয়টি প্রাধান্য পাবে। এতে প্রধানমন্ত্রীর সফরের দিনক্ষণ চূড়ান্ত হওয়াসহ দুই দেশের মধ্যে সই হতে পারে এমন চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হবে। এ বৈঠকে ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে চীনের অগ্রাধিকার বুঝতে চাইবে ঢাকা। একই সঙ্গে ঢাকার প্রত্যাশাও বেইজিংকে জানিয়ে দেওয়া হবে।

এফওসি নিয়ে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের পাইলট প্রত্যাবাসনে চীন সহযোগিতা করেছিল, এ বিষয়ে আলোচনা হবে। পাইলট প্রত্যাবাসন এখন থমকে গেছে। চীনের যতটুকু প্রভাব রয়েছে মিয়ানমারে, সেটি ব্যবহার করে যাতে দ্রুত প্রত্যাবাসন করা যায়, সে অনুরোধ ঢাকার পক্ষ থেকে করা হবে। এ ছাড়া তাদের কী পরিকল্পনা রয়েছে, সেটিও জানার চেষ্টা করা হবে।

প্রধানমন্ত্রীর সফরে কী কী চুক্তি হতে পারে এবং চীনের গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ (জিএসআই) বা গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই) সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এগুলো নিয়ে কাজ হচ্ছে। জিএসআই বা জিডিআই নিয়ে সুনির্দিষ্ট কিছু নেই। তবে স্বাভাবিকভাবে সফরে অনেক কিছু নিয়েই আলোচনা হয়।

৭ জানুয়ারির নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম দ্বিপক্ষীয় সফরে কোথায় যাবেন– তা নিয়ে প্রতিযোগিতায় রয়েছে চীন ও ভারত। জুলাইয়ের প্রথম দিকে বেইজিংয়ের পক্ষ থেকে সফরের আমন্ত্রণ রয়েছে। প্রায় একই সময়ে শেখ হাসিনার ভারত সফরেরও আমন্ত্রণ রয়েছে। তবে প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর দিল্লিতে হতে যাচ্ছে। এর দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। ফলে চীন সফরও চূড়ান্ত করা যাচ্ছে না।

প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকও করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে চীন সফরের সূচি নিয়ে আলোচনা না হলেও বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে সফর সামনে রেখে সম্ভাব্য প্রকল্পগুলো তুলে ধরা হয়েছে। এগুলোতে চীনের কাছ থেকে অর্থ পাওয়া যেতে পারে। সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ চীনের সঙ্গে তাদের বর্তমান চলমান প্রকল্পের হালনাগাদ অবস্থা তুলে ধরে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT