সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পুরোদমে চলছে প্যাভিলিয়ন, স্টল নির্মাণের কাজ

প্রকাশিত : ০৮:০৭ পূর্বাহ্ণ, ২৮ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার ৪০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করলেই শোনা যাচ্ছে হাতুড়ি দিয়ে পেরেক ঠুকাঠুকির শব্দ। মাঠজুড়ে পড়ে আছে নির্মাণ সামগ্রী। প্যাভিলিয়ন আর স্টল নির্মাণের তোড়জোড়ই বলে দিচ্ছে বইমেলার সময় ঘনিয়ে এসেছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনায় ঋদ্ধ অমর একুশে বইমেলা-২০২৫ ১ ফেব্রুয়ারি শুরু হবে। বইমেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার সরেজমিন সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে প্রবেশ করতেই নিজের প্রকাশনার প্যাভিলিয়নের কাজ তদারকি করতে দেখা গেল অনুপম প্রকাশনীর প্রকাশক মিলন কান্তি নাথকে। তিনি বলেন, সারা বছর প্রকাশকরা অপেক্ষায় থাকেন কখন বইমেলা শুরু হবে। লেখক, প্রকাশক, পাঠকের এক মিলনমেলায় ভরে উঠে পুরো প্রাঙ্গণ। আমরা আশা করছি খুব ভালো বইমেলা হবে এবার।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের অংশে প্যাভিলিয়ন ও স্টল নির্মাণের কাজসহ মেলামাঠের কাজের ৬০ ভাগ এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে বলা যায়।

আরেকটু সামনে এগিয়ে যেতেই অবসরের প্যাভিলিয়নে ম্যানেজার মাসুদ রানার দেখা মিলে। তিনি বলেন, মেলায় স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের কাজ তুলনামূলক ধীরগতিতেই চলছে বলে মনে হয়। তবে সময় হাতে বেশি নেই। তাই আরও দ্রুতগতিতে কাজ সম্পন্ন করতে হবে। আমরা আশা করছি খুব ভালো একটি বইমেলার।

এদিকে বইমেলার সোহরাওয়ার্দী অংশ ঘুরে দেখা যায়, বইমেলার বেশকিছু অংশে ইট বিছানো হয়েছে। তবে মেলা উদ্বোধনীর দিন পুরোপুরি গুছিয়ে উঠতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে এখনো।

এদিকে সোমবার সংস্কৃতি উপদেষ্টার সভাপতিত্বে বইমেলার সর্বশেষ পরিস্থিতি ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট সব দফতর, প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয়ের মধ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মেলার পুরো সময়ে সবকিছু কিভাবে দেখভাল করা হবে, নিরাপত্তা নিশ্চিত করা হবে এ নিয়ে বিশদ আলোচনা হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT