বুধবার ১৮ জুন ২০২৫, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন ১৮ কোটি মানুষের বিজয়: ড. মঈন খান

প্রকাশিত : ০৭:৪৫ পূর্বাহ্ণ, ১০ আগস্ট ২০২৪ শনিবার ৫১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। এ বিজয় ১৮ কোটি মানুষের বিজয়। এ বিজয়ের পেছনে ১৮ কোটি মানুষের অবদান রয়েছে। জনগণ বুকের তাজা রক্ত অকাতরে বিলিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। স্বৈরাচারী আওয়ামী লীগের গজবের হাত থেকে দেশকে মুক্ত করেছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগে দীর্ঘ ১৬ বছর পর নরসিংদীর পলাশে বিএনপির বিজয় ও শান্তি মিছিলে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

শুক্রবার বিকাল ৪টায় পলাশ উপজেলার শহিদ ময়েজউদ্দিন সেতুর টোলপ্লাজা থেকে বিএনপির ব্যানারে অনুষ্ঠিত মিছিলের এক পথসভায় তিনি আরও বলেন, নতুন প্রজন্মের অনুরোধ করব আপনারা ঠাণ্ডা মাথায় এগিয়ে চলুন। নিয়মনীতি শৃঙ্খলা ন্যায়নীতির ভিত্তিতে বাংলাদেশ গড়তে হবে। এখানে অন্যায় আবদার চলবে না। অচিরেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।

এতে বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। পরে মিছিলটি বিএনপির কয়েক হাজার নেতাকর্মীর মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক থেকে প্রদক্ষিণ করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহসভাপতি আওলাদ হোসেন জনি, অ্যাডভোকেট কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু ও প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সমন্বয়ক হাজী জাহিদ হোসেন গাজী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- পৌরসভা বিএনপির সভাপতি এমএ সাত্তার, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বাবু, মহিউদ্দীন চিসতিয়া, ঘোড়াশাল পৌরসভা যুবদলের আহবায়ক মাহমুদুল হক মোমেন মোল্লা, সদস্য সচিব শাহিন-বিন-ইউসুফ, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম পিন্টু, পলাশ উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. নজমুল হোসেন ভুঁইয়া সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন, ছাত্রদলের সাবেক সভাপতি মো. মোস্তাক আহম্মেদ ভুঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক মুকবুল মোর্শেদ রতন, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, সাবেক পলাশ শিল্পাঞ্চল কলেজ ছাত্রদলের সভাপতি নয়ন মিয়া, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের আহবায়ক আমান উল্লাহ, সদস্য সচিব আরিফ ও পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদলের আহবায়ক আখলাক হোসেন প্রমুখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT