টিকটকে বব ডিলান
প্রকাশিত : ০৮:০৯ পূর্বাহ্ণ, ১৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার ১৬ বার পঠিত
কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী বব ডিলান টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন । মঙ্গলবার (১৪ জানুয়ারি) টিকটকে ৫০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন এই সংগীত তারকা। খবর বিলবোর্ডের।
ওই ভিডিওতে ‘লাইক আ রোলিং স্টোন’, ‘হারিকেন’-এর মতো গান ব্যবহার করেছেন মার্কিন তারকা। ভিডিওতে পুরোনো ছবি ও অ্যালবামের কভার জুড়ে দেন তিনি।
মার্কিন তারকাকে টিকটকে স্বাগত জানিয়েছেন তার অনুসারীরা। মেগান প্রিন্স নামের এক অনুসারী লিখেছেন, ‘তুমি আমার হিরো।’
প্রথম ভিডিও প্রকাশের এক দিনের ব্যবধানে টিকটকে বব ডিলানের ফলোয়ার হু হু করে বাড়ছে। এ পর্যন্ত ২৫ হাজারের বেশি ফলোয়ার রয়েছে।
যুক্তরাষ্ট্রে টিকটকের বিদায় মুহূর্তে টিকটকে আত্মপ্রকাশ করলেন বব ডিলান। আগামী ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে ভিডিও শেয়ারিং অ্যাপটি। এর পাঁচদিন আগে অ্যাকাউন্ট খুলেছেন বব ডিলান।
বাধ্য হয়ে টিকটকের বদলে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা আরেক চীনা অ্যাপ রেডনোটে ঝুঁকছেন। অনেকে বব ডিলানকেও রেড নোটে অ্যাকাউন্ট খোলার পরামর্শ দিয়েছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।