মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে প্রশিক্ষণরত ১৪ পুলিশ কনস্টেবলকে অব্যাহতি

প্রকাশিত : ১০:৫৮ অপরাহ্ণ, ৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার ৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত ১৪ কনস্টেবলকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে ওই ১৪ কনস্টেবলকে অব্যাহতি প্রদান করা হয়।

আদেশে বলা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে ২ জানুয়ারি অপরাহ্ণ হতে প্রশিক্ষণ থেকে স্থায়ীভাবে তাদের অব্যাহতি প্রদান করা হল।

এদিকে অব্যাহতি পাওয়া প্রশিক্ষণরত কনস্টেবলরা বৃহস্পতিবার রাতেই ট্রেনিং সেন্টার ত্যাগ করে যার যার বাড়িতে চলে যান বলে জানা গেছে।

মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৪ জুন থেকে ৫৪তম ব্যাচের টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ৭৯৩ জনের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। এদের মধ্যে ৬ জন অসুস্থ হওয়ায় তাদের বাদ দেওয়া হয়। পরবর্তী সময়ে ৭৮৭ জন কনস্টেবল প্রশিক্ষণ নিচ্ছিলেন। ১৯ ডিসেম্বর প্রশিক্ষণরত ট্রেইনি রিক্রুট কনস্টেবলের (টিআরসি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও সেটির তারিখ বাতিল করে চলতি বছরের ১২ জানুয়ারি করা হয়।

অতিরিক্ত ডিআইজি মাহফুজা আক্তার স্বাক্ষরিত বাতিল হওয়া কুচকাওয়াজের চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রাপ্তদের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গত বছরের ২৪ জুন হতে চলমান রয়েছে। চলমান প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ গত ১৯ ডিসেম্বর নির্ধারিত ছিল। অনিবার্য কারণবশত সমাপনী কুচকাওয়াজ সাময়িকভাবে স্থগিত করে চলতি বছরের ১২ জানুয়ারি পুন:নির্ধারণ করা হয়।

প্রশিক্ষণ থেকে অব্যাহতি পাওয়া ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের রমজান মিয়া জানান, প্রশিক্ষণ প্রায় শেষ পর্যায়ে ছিল। সমাপনী কুচকাওয়াজের আগে আমাদের এভাবে অব্যাহতি দেওয়া হল। এটা দুঃখজনক। আমাদের অপরাধ কী, তা জানি না।

নাম প্রকাশ না করার শর্তে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের এক সহকারী পুলিশ সুপার ১৪ কনস্টেবলকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এব্যাপারে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলমকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT