সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

প্রকাশিত : ০৮:১৭ পূর্বাহ্ণ, ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার ২৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। বুধবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯টায় জেনেভা ক্যাম্পের ভিতর মাদক ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতের নাম- শাহনেওয়াজ কাল্লু (৩৮)। তিনি জেনেভা ক্যাম্পের ৮ নম্বর সেক্টরের মৃত আবু বকর সিদ্দিকের সন্তান।

স্থানীয়রা জানান, নিহত কাল্লু শনিরআখড়া এলাকায় একটি রেস্টুরেন্টে চাকরী করে। গতো কয়েকদিন আগে পূজার ছুটিতে তিনি বাসায় আসেন। আজ রাতের বেলা বাসা থেকে বের হয়ে দোকান থেকে চা আনতে যান। চা নিয়ে ফেরার পথে মাদক ব্যবসায়ী সোহেল ওরফে বুনিয়া সোহেল ও দুই গ্রুপের মধ্যে ভয়াবহ গোলাগুলি শুরু হয়। এ সময় তার শরীরে এসে মাদক ব্যবসায়ীদের ছোঁরা আটটি বুলেট এসে শরীর ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়। সাথে সাথে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

নিহতের বোন নাসরিন আক্তার জানান, তাঁরা জেনেভা ক্যাম্পের ৮ নম্বর রোডে থাকেন। একটি রেস্টুরেন্টে চাকরি করতেন। রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন। তখন হুমায়ুন রোডে জালাল ডেকোরেটরের সামনে গুলিতে আহত হন। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার জানান, এ ঘটনায় আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে, নিহতের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায় নি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT