সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় জবিতে আনন্দ মিছিল

প্রকাশিত : ০৮:২২ পূর্বাহ্ণ, ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার ২৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় আনন্দ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে দশটায় ক্যাম্পাসে জমায়েত হয় শতাধিক শিক্ষার্থী। পরে ক্যাম্পাস থেকে আনন্দ মিছিল নিয়ে রায়সাহেব মোড় হয়ে আবার ক্যাম্পাস ফিরে আসে শিক্ষার্থীরা।

আনন্দ মিছিলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে জড়ো হয় ছাত্রদল, ছাত্র অধিকার ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সোহাগ আহমেদ বলেন, প্রায় দুহাজার শিক্ষার্থীকে শহীদ করার একমাত্র দায় ছাত্রলীগ ও আওয়ামীলীগের। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। এবার আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন বলেন, ছাত্রলীগ তো সন্ত্রাসী, বর্বর সংগঠন ছিল। তাদের থেকে অন্য ছাত্রসংগঠনেরও শিক্ষা নেওয়া উচিত। না হলে তাঁরাও ভবিষ্যতে নিষিদ্ধ হবে।

এ সময় শিক্ষার্থীরা হৈ হৈ রৈরৈ, ছাত্রলীগ গেলি কই, ছাত্রলীগের চামড়া তুলে নিব আমরা, একটা একটা ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জেলে ভর, আমার ভাইয়ের রক্ত বৃথা হতে দিব না, সাজিদ ভাইয়ের রক্ত, বৃথা হতে দিব না সহ বিভিন্ন স্লোগান দেন।

এর আগে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন অ্যাখ্য দিয়ে নিষিদ্ধ করেছে সরকার। আজ রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT