বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রলীগ নিষিদ্ধের খবরে ফেনীতে মিছিল ও মিষ্টি বিতরণ

প্রকাশিত : ০৮:২৯ পূর্বাহ্ণ, ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার ৪০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (২৩ অক্টোবর) গণমাধ্যমে খবর পাওয়ার পর রাত সাড়ে ১০টায় ফেনী শহরে তাৎক্ষণিক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বনয়করা।

মিছিলটি শহরের ট্রাংক রোডস্থ শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে বড় মসজিদ এলাকা, ফেনী মডেল থানা এলাকাসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপস্থিত ছাত্রসমাজের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ছাত্রদের ৫ দাবির মধ্যে দ্বিতীয় দাবি ছাত্রলীগকে নিষিদ্ধ করায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। এরই সাথে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনগুলো নিষিদ্ধ করার দাবি জানাই। তারা বলেন, ছাত্রলীগ ধর্ষণের সেঞ্চুরি করে উদযাপন করেছে, মানুষ হত্যা করে লাশের ওপর নৃত্য করেছে।

বক্তারা বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশের ছাত্রসমাজ আজ আনন্দিত ও উল্লসিত। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দোসররা যেসব জায়গায় ঘাপটি মেরে বসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা চালাচ্ছে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সজাগ থাকার আহ্বান জানাই।

এসময় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ঐক্য কোনোভাবে নস্যাৎ করা যাবে না বলেও জানান বক্তারা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT