রবিবার ১২ জানুয়ারি ২০২৫, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবার ‘ফেল’ সাকিব

প্রকাশিত : ০৭:২৮ পূর্বাহ্ণ, ৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার ৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গেল বছর কাউন্টি ক্রিকেটে শুধু একটি ম্যাচ খেলেছিলেন। বল হাতে ৯ উইকেট পেয়ে প্রশংসিত হয়েছিলেন। কিন্তু সেই পারফরম্যান্স কুঁড়ে কুঁড়ে খাচ্ছে সাকিব আল হাসানকে। কারণ সেই ম্যাচে প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের জেরে যে এখন বোলিং-ই করতে পারছেন না তিনি।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা দিয়েছে। বলেছে, পরীক্ষা দিয়ে পাশ করতে পারলেই ফের বোলিংয়ের অনুমতি পাবেন তিনি। প্রথমবারে ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে পারেননি সাকিব। তখনই তার ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ।

এবার শোনা যাচ্ছে, ভারতের চেন্নাইয়ে দ্বিতীয় দফায় পরীক্ষা দিয়েও নিজের বোলিং অ্যাকশন ‘বৈধ’ প্রমাণ করতে পারেননি সাকিব। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।

চ্যাম্পিয়নস ট্রফির দলে সাকিবের থাকা না থাকা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন বোলিংয়ে নিষেধাজ্ঞা নিশ্চয়ই তার পাকিস্তানের বিমানে চড়ার সম্ভাবনা অনেকাংশে কমিয়ে দিচ্ছে। যদিও এখনো পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে মাসখানেকের বেশি সময় রয়েছে। তবে বোলিং অ্যাকশন নিয়ে বড়সড় বিপদেই পড়েছেন সাকিব, তা বলাই বাহুল্য।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT