মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
◈ ঢাকায় গাইবেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ ◈ ইস্তাম্বুলের মেয়রকে কারাগারে পাঠালো তুরস্কের আদালত, বিক্ষোভে উত্তাল দেশ ◈ গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল ◈ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চীনে বৈঠকে যাচ্ছে বিডা ◈ এপ্রিলে শুরু হচ্ছে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক কার্যক্রম ◈ ট্রাম্পের ‘দখল’ হুমকির মধ্যেই, কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা ◈ গত কয়েক দিনে ছাত্র নেতাদের বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে: নুর ◈ ক্যান্সার রোগীদের পাশে ReVouge ও উজ্জ্বলা ফাউন্ডেশন ◈ নাটক বন্ধ করেন, নির্বাচন কবে বলেন: মাসুদ কামাল ◈ ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

চীনে পেশাদার যোগাযোগ এবং জরুরি শিল্প প্রদর্শনী

প্রকাশিত : ০৬:০৪ পূর্বাহ্ণ, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার ১৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

উদ্ভাবন, পুনর্গঠন, এবং নতুন মানের সুযোগ, এই প্রতিপাদ্য নিয়ে চীনে অনুষ্ঠিত হয়েছে ২০২৫ ছোয়ানঝো প্রফেশনাল কমিউনিকেশনস এন্ড ইমার্জেন্সি ইন্ডাস্ট্রি এক্সপো।

তিনদিন ব্যাপী এক্সপোটি ফুজিয়ান প্রদেশের নান’আন শহরের চেংগং আন্তর্জাতিক কনভেনশন এবং প্রদর্শনী কেন্দ্রে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

এক্সপোটি যৌথভাবে আয়োজন করে পাবলিক সেফটি কমিউনিকেশনস কমিটি, চায়না ইনস্টিটিউট অফ কমিউনিকেশনস, চায়না অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাসোসিয়েশন, নান’আন ফেডারেশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, ফুজিয়ান ইমার্জেন্সি ইকুইপমেন্ট চেম্বার অফ কমার্স সহ অন্যান্য সংগঠন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছোয়ানঝো মিউনিসিপ্যাল পিপলস গভর্নমেন্টের ডেপুটি মেয়র হুয়াং ওয়েনজি, সিপিসি নান’আন মিউনিসিপ্যাল কমিটির সেক্রেটারি ঝাং গুইসেন, নান’আন মিউনিসিপ্যাল পিপলস গভর্নমেন্টের মেয়র ওয়াং লিয়ানজান, চায়না ইনস্টিটিউট অফ কমিউনিকেশনসের পাবলিক সিকিউরিটি কমিউনিকেশনস কমিটির ডেপুটি ডিরেক্টর উ ঝিকিয়াং সহ আরো অনেকে।

১০,০০০ বর্গমিটার প্রদর্শনী এলাকা জুড়ে বিস্তৃত প্রদর্শনীতে ৪০০ টিরও বেশি চীনা কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করে। এই শিল্প প্রদর্শনীটি যোগাযোগ এবং জরুরি শিল্পের উচ্চ-স্তরের ব্র্যান্ডগুলিকে একত্রিত করে, বিশেষ যোগাযোগ, নিরাপত্তা, জরুরি এবং অন্যান্য ক্ষেত্রের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে।

বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, ইরান, জর্ডান, মিশর, পাকিস্তান এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশ সহ বিশ্বের ২২টি দেশের প্রায় ১০০ জন আন্তর্জাতিক ক্রেতা এই এক্সপোতে অংশ নিয়েছিল।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন। নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন। তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT