বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে হত্যা মামলা দুই দিনের রিমান্ডে সাবেক এমপি এমএ লতিফ

প্রকাশিত : ০৬:৪০ পূর্বাহ্ণ, ১১ নভেম্বর ২০২৪ সোমবার ৩৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার শিকার হয়ে মারা যায় সাইফুল ইসলাম নামে এক যুবক। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমএ লতিফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসকিউশন) মফিজুর রহমান জানান, কোতোয়ালি থানার সাইফুল ইসলাম হত্যা মামলায় সাবেক এমপি এমএ লতিফকে জিজ্ঞাসাবাদ করতে কোতোয়ালি থানার পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচু্যত হওয়ার পর এমএ লতিফ অজ্ঞাত স্থানে চলে যান। পরে ১৭ আগস্ট বায়েজিদ বোস্তামী মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ওই দিনই নগরীর ডবলমুরিং থানার মো. আলম হত্যা মামলায় তাকে আদালতে পাঠানো হয়। এরপর থেকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT