রবিবার ১২ জানুয়ারি ২০২৫, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গাড়ি আমদানিতে নগদ মার্জিনের শর্ত শিথিল

প্রকাশিত : ১০:৪১ অপরাহ্ণ, ৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার ৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গাড়ি আমদানির এলসি খোলার সময় শতভাগ নগদ মার্জিনের শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে পরিবেশবান্ধব ইলেকট্রিক ও হাইব্রিড মোটরকার আমদানির ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিন রাখলে চলবে। অন্য ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ মার্জিন রাখতে হবে। গতকাল এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার এক নির্দেশনার মাধ্যমে গাড়ি কেনায় সর্বোচ্চ ঋণ ৪০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৬০ লাখ টাকা করা হয়।

এলসি মার্জিন বলতে কোনো পণ্য আমদানির জন্য ঋণপত্র খোলার সময় ন্যূনতম নগদ জমা বোঝানো হয়। সাধারণত একটি পণ্য দেশে আসার পর পুরো দাম পরিশোধ করে পণ্য খালাস করতে হয়। তবে ডলার সংকটের কারণে আমদানি নিরুৎসাহিত করতে ২০২২ সাল থেকে প্রয়োজনীয় কিছু খাদ্য পণ্য, ওষুধসহ কয়েকটি ছাড়া শতভাগ মার্জিনের বিধান করা হয়।
সার্কুলারে বলা হয়েছে, জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিবেচনায় বর্তমানে বিশ্বব্যাপী সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ব্যবহারকে নীতিগতভাবে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ অবস্থায় ইলেকট্রিক ও হাইব্রিড মোটরকারের এলসি খোলার ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিন সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হলো। অন্যান্য মোটরকারে ন্যূনতম ৫০ শতাংশ নগদ মার্জিন রাখতে হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT