সোমবার ২৩ জুন ২০২৫, ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় হামলা বাড়াতে রিজার্ভ সেনা প্রস্তুত করছে ইসরাইল

প্রকাশিত : ০৯:১৯ পূর্বাহ্ণ, ৫ মে ২০২৫ সোমবার ২৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গাজায় হামলা বাড়াতে রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। শনিবার ইসরাইলি মিডিয়ার খবরে জানা গেছে, ইতোমধ্যেই হাজার হাজার রিজার্ভ সেনাকে ডেকে পাঠানো হয়েছে।

এই উদ্যোগে অঞ্চলটিতে আরও বড় আকারের সামরিক তৎপরতার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে। যা আগত দিনগুলোতে সংঘাতকে আরও রক্তক্ষয়ী করে তুলতে পারে। সিএনএন, এপি, রয়টার্স।

শনিবার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে হাজার হাজার রিজার্ভ সদস্যকে সক্রিয় বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে।

এই বাহিনী সরাসরি গাজায় মোতায়েন করা হতে পারে। অথবা অন্যান্য ফ্রন্টে, যমন লেবানন, পশ্চিম তীর ও সিরিয়ার সীমান্তেও পাঠানো হতে পারে। যাতে নিয়মিত বাহিনীকে গাজা আক্রমণে কেন্দ্রীভ‚ত করা যায়। নতুন এই পদক্ষেপের মাধ্যমে গাজায় নতুন আক্রমণ শুরুর প্রস্তুতি চলছে।

ইসরাইলি সরকার জানিয়েছে, ২০২৫ সালকে ‘যুদ্ধের বছর’ হিসাবে ঘোষণা করা হয়েছে এবং ৪ লাখ রিজার্ভ সেনাকে ডেকে আনার পরিকল্পনা চলছে। তবে, এই পদক্ষেপের ফলে দেশটির শ্রমবাজারে চাপ বাড়ছে এবং অনেক কর্মী তাদের চাকরি হারাচ্ছেন।

গাজা ও সিরিয়ায় চলমান উত্তেজনার কারণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু ৭ থেকে ১১ মে পর্যন্ত আজারবাইজান সফর স্থগিত করেছেন। নেতানিয়াহুর এই সফর বাতিলের সিদ্ধান্তের পর, নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় আক্রমণের পরিধি বাড়ানোর অনুমোদন দিয়েছে।

এদিকে গাজায় হামলাও অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। রোববার গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় নতুন করে কমপক্ষে ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এর মধ্যে গাজার দক্ষিণের খান ইউনিস গভর্নরেটের আল-মাওয়াসি এলাকায় রাতভর বিমান হামলায় ছয়জন নিহত হন।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসসাল জানিয়েছেন, নিহতদের মধ্যে দুই ও পাঁচ বছর বয়সি দুই শিশু নিহত হয়েছে। পরে একই এলাকায় একটি তাঁবুতে চালানো হামলায় আরও ১০ জন নিহত হন। যাদের মধ্যে ছিল একজন শিশু ও সাতজন নারী।

সোমবার সকালে ইসরাইলি বাহিনীর বিবৃতির বরাত দিয়ে এএফপি জানিয়েছে, গত দুই দিনে তারা গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ১০০-র বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে, ইসরাইলি বাহিনী রিজার্ভ সেনাদের ডেকে আনার মাধ্যমে তাদের আক্রমণ আরও তীব্র করতে চায়।

তবে, দীর্ঘ যুদ্ধের কারণে অনেক সেনার মনোবল কমে গেছে এবং তারা নতুন করে ডিউটিতে যোগ দিতে অনিচ্ছুক। এমনকি কিছু সেনা রিজার্ভ ডিউটি এড়িয়ে চলার চেষ্টাও করছে।

১৮ মার্চ ২ মাসের যুদ্ধবিরতির পর গাজায় আবারও সামরিক অভিযান শুরু করে ইসরাইল। রোববার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইল যুদ্ধ পুনরায় শুরু করার পর থেকে মোট ২ হাজার ৪৩৬ জন নিহত হয়েছেন। এতে করে চলমান যুদ্ধের মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৫৩৫ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ১৮ হাজার ৪৯১ জন। এদিকে গাজায় মানবিক সহায়তাও বন্ধ করে দিয়েছে ইসরাইল।

দেশটি বলেছে, এই অবরোধের মাধ্যমে তারা হামাসকে চাপ প্রয়োগ করে বন্দি মুক্তিতে বাধ্য করতে চায়। তবে জাতিসংঘের সংস্থাগুলো ইসরাইলকে এই বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, গাজায় মানবিক বিপর্যয় চলছে এবং অবিলম্বে খাদ্য ও ওষুধ সরবরাহ নিশ্চিত না হলে দুর্ভিক্ষ দেখা দিতে পারে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন। নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন। তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT