বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কাঁচামরিচের কেজি ৫০০ টাকা

প্রকাশিত : ০৮:১১ পূর্বাহ্ণ, ১১ অক্টোবর ২০২৪ শুক্রবার ২৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

লক্ষ্মীপুরের কমলনগরে আজ প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। গত ৬ অক্টোবর যে মরিচ বিক্রি হয়েছে ২৩০-২৫০ টাকা কেজি। আজ সেই কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়ে ৪৮০-৫০০ টাকা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সবজির বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। কাঁচামরিচের পাশাপাশি অন্য সবজির দামও লাগামহীমভাবে দৌড়াচ্ছে। যেমন টমেটো প্রতি কেজি ২৫০, বেগুন ১০০, পেঁপে ৮০, কুমড়া ৭০, ওল কচু ৮০, শসা ৮০, করলা ৮০, আনাজি কলা ৬০, পটোল ৮০ টাকা বিক্রি হচ্ছে।

উপজেলার হাজির হাট বাজারে ক্রেতা রিয়াজ উদ্দিন বলেন, সবজি বাজারে গিয়ে হতাশ হলাম গত দুদিন আগে ছিলো ২৫০ টাকা আজ কাঁচামরিচ ৫০০ টাকা কেজি। তাহলে বোঝেন সাধারণ মানুষ কী ভোগান্তি আর হতাশায়। ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠান তাই একটু বেশি পরিমাণে কাঁচামরিচ সবজি প্রয়োজন কিন্তু এখন বাজেটের মধ্যে হচ্ছে না তাই পরিমাণের থেকে কম কিনতে হচ্ছে।

ক্রেতা মো. সোহেল বলেন, কাঁচাবাজারে গিয়ে মাথা ঘুরে গেছে, সবজির দর এত বেশি কিনতে ভয় লাগছে। সবকিছুর দাম অতিরিক্ত, কাঁচামরিচ কিনে টাকা শেষ হয়ে গেছে। বাড়িতে মেহমান ছিল। এক কেজি কাঁচামরিচ কিনতে গিয়ে আধা কেজি কিনেছি। সবজি আধা কেজি করে কিনেছি।

সবজি ব্যবসায়ী মো. সিরাজ বলেন, গত পরশু থেকে কাঁচা সবজির দাম লাগামহীন বেড়েছে। সবজির কেজি প্রতি ২০-২৫ টাকা বৃদ্ধি পাচ্ছে। পাইকারি কিনে খুচরা বিক্রি করতে হয়। ক্রেতারা সবজির দাম দিতে বিরক্ত হচ্ছে। কিছু করার নেই, সবজি-কাঁচামরিচ আড়ত থেকে বেশি দামে কিনে বিক্রি করতে হয়।

আড়তদার আব্দুল মুনাফ বলেন, দুদিন আগে কাঁচামরিচ পাইকারি ২৪০ টাকা। আজ বিক্রি হচ্ছে ৪২০ টাকা। প্রতিদিনই দাম বাড়েই চলছে। মোকামে কেনার ওপর পাইকারি বিক্রি হচ্ছে। সবজির দামও প্রতিদিন বাড়ছে। বাজারে যখন সবজির চাহিদা বাড়ে তখন দাম লাগামহীন বৃদ্ধি পায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো. রেজা জানান, বাজারে সবজি ও কাঁচামরিচের দাম বৃদ্ধি পাচ্ছে। সাধারণ ক্রেতাদের প্রচুর অভিযোগ রয়েছে। কিছু অভিযান চালানো হচ্ছে। আড়তদারদের বেচা-কেনার স্লিপ দেখা হচ্ছে। যেখানে কেনার চাইতে খুচরা বিক্রি অধিক দেখা যাচ্ছে, সেখানে অভিযানে জরিমানা করা হচ্ছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT