উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা
প্রকাশিত : ০৭:৪৭ পূর্বাহ্ণ, ১৪ মে ২০২৪ মঙ্গলবার ৭৯ বার পঠিত
কক্সবাজারের উখিয়া উপজেলায় ক্যাম্পে রোহিঙ্গা নেতা মোহাম্মদ ইলিয়াছকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে উপজেলার ৪-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ ব্লকে এ হত্যাকাণ্ড ঘটে।
উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, ইলিয়াছ ক্যাম্পের সি-ব্লকের আবুল কাশেমের ছেলে। তিনি ব্লকের হেড মাঝি (কমিউনিটি নেতা) ছিলেন।
এপিবিএন পুলিশসহ স্থানীয়দের বরাতে ওসি শামীম বলেন, রোববার রাতে ইলিয়াছ নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে ১০ থেকে ১৫ মুখোশধারী এসে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে তুলে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে নিয়ে গুলি করে তাকে হত্যা করে।
ওসি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে সন্ত্রাসী সংগঠন আরসার সদস্যরা এ খুনের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে বলে জানান ওসি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।