বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি ◈ একুশেই মিলবে স্টার্টআপ ঋণ, সুদ হার মাত্র ৪ শতাংশ ◈ আলিম ও কারিগরি এইচএসসির সারাদেশের পরীক্ষা স্থগিত ◈ কুমিল্লা শিক্ষাবোর্ডের কালকের এইচএসসি পরীক্ষা স্থগিত ◈ গাজায় মানবাধিকার লঙ্ঘনের তদন্তকারীর ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ◈ ট্রাম্পের সমালোচনার পর ইউক্রেনে রাশিয়ার রেকর্ড সংখ্যক ড্রোন হামলা ◈ মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ ◈ নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগষ্ট হত্যাকাণ্ডের চিত্র ◈ বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্ঘটনায় চীনা প্রকৌশলী নিহত ◈ ফেনীতে নতুন নতুন এলাকা প্লাবিত, নেই বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক

ঈদের সিনেমার প্রচারণায় এগিয়ে নায়িকারা

প্রকাশিত : ০৯:২৮ পূর্বাহ্ণ, ২২ জুন ২০২৫ রবিবার ২৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঈদের দিন থেকেই সিনেমার খোঁজ নিতে শিল্পীদের ব্যস্ততাও বেড়ে যায়। এবারও এমন দৃশ্য নজরে এসেছে। মুক্তিপ্রাপ্ত ছয় সিনেমার শিল্পীদের প্রেক্ষাগৃহে ছুটে যেতে দেখা গেছে। তবে প্রচারনায় এগিয়ে রয়েছেন সিনেমার নায়িকারা। দর্শকদের সঙ্গে উপভোগ করছেন সিনেমা। জানার চেষ্টা করছেন তাদের প্রতিক্রিয়া। কেউবা করছেন ভিডিও, কেউ তুলছেন ছবি। দর্শকদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

যদিও একটা সময় সিনেমার শিল্পীদের দেখা পাওয়াটা ছিল আকাশের চাঁদ পাওয়ার মতোই। সাধারণ মানুষ তারকাদের সরাসরি দেখার কল্পনাও করতে পারতেন না। এখন এসব শুধুই অতীতের গল্পকথা। ভার্চুয়াল যুগে তারকারাই দর্শকদের জানিয়ে দিচ্ছেন কখন কোন প্রেক্ষাগৃহে দেখা হবে তাদের।

এদিকে প্রেক্ষাগৃহে নায়িকাদের উপস্থিতির বিষয়টি দর্শক সমাগমও বাড়িয়ে দেয় বলে অনেকের অভিমত। নায়িকা দেখা, সেলফি তোলার পাশাপাশি সিনেমাটিও দেখে নেন অনেকে। মূলত, সিনেমায় দর্শক টানতেই নায়িকাদের প্রেক্ষাগৃহে এমন ছুটে চলা। তাইতো ঈদের দিনই অনেক নায়িকা হাজির হয়েছিলেন। বলা যায়, ঈদের পুরো সপ্তাহ তারকাদের পদচারণায় মুখর ছিল প্রেক্ষাগৃহগুলো।

এদিকে ঈদের দ্বিতীয় সপ্তাহেও কয়েকজনকে ছুটে বেড়াতে দেখা গেছে। নিজের সিনেমার প্রমোশনের জন্য নায়িকাদের এমন ছুটেচলাকে অনেকেই ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন। বিজ্ঞদের মতে, এটি ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কল্যাণকর। প্রত্যেক শিল্পীর উচিত তাদের নিজেদের জায়গা থেকে নিজের অভিনীত সিনেমাসহ প্রতিটি বাংলা সিনেমার প্রচার-প্রসারে এগিয়ে আসা।

ঈদের সিনেমা ‘তাণ্ডব’র প্রচারে প্রেক্ষাগৃহে ছুটে বেড়াচ্ছেন সাবিলা নূর। এটি এ অভিনেত্রীর অভিষেক সিনেমা। নিবেদিত প্রাণ হিসাবেই কাজ করছেন প্রচারে।

তিনি বলেন, ‘মুক্তির আগে একটা অনিশ্চয়তা ছিল, কিন্তু প্রথম দিনের দর্শক প্রতিক্রিয়া আমাকে আশ্বস্ত করেছিল। এছাড়াও দ্বিতীয় সপ্তাহে ফলাফল দেখে আমি অনেক সন্তুষ্ট। দর্শক আগ্রহে এখন অনেকটা চাপ কমে গেছে।’

তবে এ সিনেমার নায়ক শাকিব খানকে প্রচারের স্বার্থে অন্যান্যবারের মতো এবারও কোনো প্রেক্ষাগৃহে দেখা যায়নি। তান্ডবের আরেক গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেত্রী জয়া আহসানকে সিনেমার প্রচারে প্রেক্ষাগৃহে দেখা গেছে। এছাড়াও জয়া অভিনীত ‘উৎসব’ নামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে। সেটির প্রচারেও তাকে দেখা গেছে।

প্রথমবার বাণিজ্যিক সিনেমায় অভিনয় করলেন তাসনিয়া ফারিণ। ‘ইনসাফ’ সিনেমার খোঁজ নিতে তাকেও প্রেক্ষাগৃহে দেখা গেছে। মুক্তির দিনই প্রেক্ষাগৃহে ছুটে যান তিনি। যদিও মুক্তির কয়েকদিন পর বিদেশে চলে যাওয়াতে তাকে খুব বেশি প্রচারণায় পায়নি টিম ইনসাফ। তবে নায়ক শরিফুল রাজকে দেখা যাচ্ছে প্রচারে।

সিনেমা প্রসঙ্গে ফারিণ বলেন, ‘প্রথমবার এমন বড় পরিসরে দর্শকদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত। দর্শকসাড়া পেয়ে অনুপ্রাণিত হয়েছি।’

ঈদের দ্বিতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে ছুটে বেড়াতে দেখা গেছে আজমেরী হক বাঁধনকে। প্রথম থেকেই নিজের অভিনীত সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’ নিয়ে প্রচারণার মাঠে সরব এ অভিনেত্রী। বাঁধন বলেন, ‘এশা মার্ডার সিনেমার জন্য প্রেক্ষাগৃহে যাই। সেখানে দর্শকের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমার বিশ্বাস এভাবেই দর্শক পাশে থাকবেন। তারাই বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাবেন।’

‘নীলচক্র’ সিনেমার নায়িকা মন্দিরা চক্রবর্তী। দ্বিতীয় সিনেমা নিয়ে তিনিও প্রচারণার মাঠে সরব। তাকে যেন একাই কাঁধে নিতে হয়েছে প্রচারণার ভার। কারণ তার নায়ক আরিফিন শুভ। যিনি ৫ আগস্টের পর সমালোচিত হয়ে এখন ঘরবন্দি। প্রচারণায়ও এ নায়ককে সরাসরি অংশ নিতে দেখা যায়নি।

দর্শক প্রতিক্রিয়া নিয়ে মন্দিরা বলেন, ‘দর্শকের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ। তারা যেভাবে নীলচক্র ও আমাকে গ্রহণ করেছেন, আমি চাই, সবসময় এভাবেই পাশে থাকুন।’ ‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন সাদিয়া আয়মান। বড়পর্দায় এটি এ অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা। তাই তার উৎসাহেরও কমতি ছিল না। টিমের সঙ্গে একাধিকবার প্রেক্ষাগৃহে ছুটে গেছেন এ অভিনেত্রী।

প্রতিক্রিয়ায় বলেন, ‘দর্শক সিনেমাটি খুব ভালোভাবে গ্রহণ করেছে। তারা নিজেদের সঙ্গে কানেক্ট করতে পারছে। শুটিংয়ের সময়ই মনে হয়েছিল, এটি সবার ভালো লাগবে। প্রতিদিন দর্শকসংখ্যা বাড়ছে, তারা প্রেক্ষাগৃহ থেকে তৃপ্তি নিয়ে বের হচ্ছেন, এটাই আমাদের প্রাপ্তি।’

এদিকে ঈদের ব্যর্থ সিনেমার তালিকায় রয়েছে আদর আজাদ-পূজা চেরী অভিনীত সিনেমা ‘টগর’। সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি প্রাপ্ত এ সিনেমাটি দ্বিতীয় সপ্তাহেই মাল্টিপ্লেক্স থেকে নেমে যায়। তাই প্রথম সপ্তাহে দুই একদিন পূজা-আদরকে প্রচারে দেখা গিয়েছিল। তারপর থেকে তাদের আর দেখা যায়নি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা। বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা। ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস। মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও। পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান। ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ। বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি। নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে। সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন। প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT