শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইলিয়াসের বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল

প্রকাশিত : ০৭:৪৭ পূর্বাহ্ণ, ২১ ডিসেম্বর ২০২৪ শনিবার ১৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে নিয়ে বিরূপ মন্তব্য করায় ফরিদপুরের নগরকান্দা ও সালথায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে নগরকান্দা সদর বাজার থেকে ঝাড়ু মিছিল বের করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর জেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবু প্রমুখ।

এদিকে বিকেলে সালথায় বিক্ষোভ মিছিল করে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক চৌধুরীর ইমদাদ আলী সিদ্দিকী খসরু, ফরিদপুর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল আলম, সালথা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম, যুবদল নেতা আবুল খায়ের, বালাম হোসেন, শ্রমিক দল নেতা কালাম হোসেন প্রমুখ। এ ছাড়া বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘শামা ওবায়েদকে হেয় করতে তাকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন নানা ধরনের মিথ্যা গুজব ছড়াচ্ছেন। যা ফরিদপুর-২ আসনের জনগণ মেনে নেবে না। আমরা সাংবাদিক ইলিয়াসকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানাই।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT