আরও দুই হাসপাতাল খালির নির্দেশ গাজায়
প্রকাশিত : ০৭:০৮ পূর্বাহ্ণ, ৫ জানুয়ারি ২০২৫ রবিবার ১৩ বার পঠিত
ফিলিস্তিনের গাজায় আরও দুই হাসপাতালে হামলার হুমকি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা অবিলম্বে হাসপাতাল দুটি থেকে কর্মী ও রোগীদের সরিয়ে নিতে বলেছে।
হাসপাতাল দুটি হলো– জাবালিয়ার আল আওদা হাসপাতাল ও বেইত লাহিয়ার ইন্দোনেশিয়ান হাসপাতাল। ২০২৩ সালের অক্টোবর থেকে বারবার ইসরায়েলি হামলার কারণে উভয়ই হাসপাতালই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ১৩৬টি হামলা রেকর্ড করেছে।
ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪৫ হাজার ৭০০ জনের বেশি নিহত ও ১ লাখ ৮ হাজারের বেশি আহত হয়েছেন। সর্বশেষ গত দুই দিনের গাজায় ১৩০ জনেরও বেশি নিহত হন। প্রচণ্ড ঠান্ডায় শিশুমৃত্যুও ঘটছে। সূত্র: আলজাজিরা
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।